স্কুলে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ১৬ নভেম্বর থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১১:১৭ এএম

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত।

এমন তথ্য যুক্ত করে ভর্তি নীতিমালার খসড়া অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করে নীতিমালা আকারে জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশির তথ্য অনুযায়ী, সরকারি- বেসরকারি স্কুলে নির্ধারিত ফরমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি ফি আগের মতোই থাকছে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০ ডিসেম্বর সরকারি স্কুলে এবং বেসরকারি স্কুলে ১৩ ডিসেম্বর ভর্তির লটারি হবে।

এ দিকে ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইটে সরকারি- বেসরকারি স্কুলগুলোর তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার (১৪ নভেম্বর) মধ্যে এই লিঙ্কে প্রবেশ করে মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ের স্কুলগুলোর তথ্য আপলোড করতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh