বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিস সময় পুনর্নির্ধারণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১২:৪৯ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২২, ০৩:১৪ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অফিস সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে। এই সময়সূচি আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে কার্যকর হবে।

গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন কর্তৃক স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার স্বার্থে বিকেল ৪ টার পরের ক্লাসগুলো শিক্ষকদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে সম্পন্ন হবে। নতুন অফিসসূচির সাথে সঙ্গতি রেখে বিভাগের একাডেমিক পরীক্ষাগুলো প্রথম শিফট হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট হবে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 

উল্লেখ্য, গত ২৮ আগস্ট থেকে সরকারের সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে ববির সব বিভাগ ও অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পুনর্নির্ধারণের সিদ্ধান্ত কার্যকর হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh