কোমালতা

সঞ্জয় সরকার

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৩:৩৭ পিএম

কোমালতা। ছবি: সঞ্জয় সরকার

কোমালতা। ছবি: সঞ্জয় সরকার

কোমালতা এক ধরনের লতাজাতীয় সপুষ্পক উদ্ভিদ। এর ইংরেজি নাম Woodrose ও বৈজ্ঞানিক নাম Merremia headrace। পাতা সবুজ, অনেকটা পানপাতার মতো। ১-৩ সেমি লম্বা।

সাধারণত হেমন্তকালে গাছ হলুদ ফুলে ভরে উঠলে মানুষের নজর কাড়ে। সপ্তাহ দুয়েক লতায় ফুল দেখা যায়। এ সময় প্রতিদিন সকালে নতুন নতুন ফুল ফোটে। রোদ বাড়তে থাকলে ফুল মিলিয়ে যায়। খানিকটা কলমি ফুলের মতো দেখতে বিধায় কেউ কেউ একে ‘হলুদ কলমি’ বলেও সম্বোধন করে থাকে।

ফুলের রঙ হলুদ হলেও পরাগধানী সাদা ও পুংদণ্ড হলুদাভ সাদা। কখনো কখনো একক আবার কখনো একসাথে থোকা থোকা ফুল ফুটে থাকতে দেখা যায়। ফুল পাঁচটি সংযুক্ত পাপড়িবিশিষ্ট প্রায় ৭-১০ সেমি লম্বা। কাণ্ড সহজে ভঙ্গুর, পাতা নরম ও মসৃণ শিরাযুক্ত।

পাতার অগ্রভাগ সুচালো ও কিনারা সমান। গ্রামের পতিত জমিতে এদের সহজে দেখা মেলে। ফুল শুকিয়ে বীজাধারে কালো বীজ উৎপন্ন হয়। সাধারণত মাটিতে অথবা জলা-জঙ্গলে বিভিন্ন গাছে বেয়ে বেয়ে বর্ধিত হয় এই গাছ। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh