যুক্তরাষ্ট্রে তিন ফুটবলারকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১১:৪৫ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২২, ১২:৩২ পিএম

বন্দুক হামলায় নিহত তিন ফুটবলার। ছবি : সংগৃহীত

বন্দুক হামলায় নিহত তিন ফুটবলার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় বন্দুক হামলায় তিন ফুটবলার নিহত এবং দুজন আহত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে আটক করা হয়েছে। তাঁর নাম ক্রিস্টোফার ডার্নেল জোনস জুনিয়র। ২২ বছর বয়সী এই যুবক একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

জানা গেছে, নিহত তিনজনই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সোমবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়েছে।

নিহতরা হলেন দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, চতুর্থ বর্ষের ছাত্র ডিশন পেরি এবং তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস।

এর আগে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের বহনকারী বাসে গোলাগুলির এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে বাসটি টেনে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করা হয়। একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা ও হ্যান্ডগান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh