এমপি হিসেবে শপথ নিলেন সাজেদাপুত্র লাবু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

স্পিকারের  কাছে শপথ নিচ্ছেন শাহদাব আকবর চৌধুরী লাবু। ছবি: সংগৃহীত

স্পিকারের কাছে শপথ নিচ্ছেন শাহদাব আকবর চৌধুরী লাবু। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু ফরিদপুর-২ (সালথা-নগরকাদা-কষ্ণপুর) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে শাহদাব আকবর রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান তার ছোট ছেলে শাহদাব আকবর।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পান ১৪ হাজার ৮৭৬টি ভোট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh