পোকা দমনের কীটনাশক খেয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০২:৩১ পিএম

হাতিয়া থানা। ছবি: নোয়াখালী প্রতিনিধি

হাতিয়া থানা। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ধান খেতের পোকা দমনের কীটনাশক খেয়ে মো.কামাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

এর আগে, গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

কামাল নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে।  

 স্থানীয় সূত্রে জানা যায়,  কামাল দীর্ঘ দিন ধরে পেটেরব্যাথায় ভুগছিলেন। পেটব্যাথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের না জানিয়ে  মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার বসত ঘরে পোকা দমনের কীটনাশক পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।  

হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি  বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh