দুর্যোগে চালের পরিবর্তে টাকা বরাদ্দের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২২, ০৭:৩৭ পিএম

জাতীয়  সংসদ ভবন। ছবি: ফাইল

জাতীয় সংসদ ভবন। ছবি: ফাইল

প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় চালের পরিবর্তে টাকা বরাদ্দের সুপারিশ জানিয়েছে চায় সংসদীয় কমিটি।

আজ বুধবার (১৬ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং এবং মাসুদ উদ্দিন চৌধুরী অংশগ্রহণ করেন।

বৈঠকে বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট যে কোনো জরুরি অবস্থা মোকাবিলায় মন্ত্রণালয়কে রিজার্ভ ফান্ড রাখার সুপারিশ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh