এবার বাড়লো ওএমএসের আটার দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৭:১৮ পিএম

ওএমএসের আটা কেনার জন্য অপেক্ষা করছে নিম্ন আয়ের মানুষজন। ছবি: ফাইল

ওএমএসের আটা কেনার জন্য অপেক্ষা করছে নিম্ন আয়ের মানুষজন। ছবি: ফাইল

চিনি ও ভোজ্যতেলের পর বাড়লো সরকারিভাবে খোলাবাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম। যেখানে খোলা আটায় কেজি প্রতি ৬ টাকা ও প্যাকেটের ক্ষেত্রে কেজিতে সাড়ে ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে।

গতকাল বুধবার (১৬ নভেম্বর) ওএমএস কার্যক্রমে বিক্রি করা খোলা ও প্যাকেট আটার মূল্য পুনর্নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন দাম আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আগামী রবিবার (২০ নভেম্বর) থেকে খাদ্য অধিদপ্তরের পরিচালনায় ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি কেজি খোলা আটা ভোক্তা পর্যায়ে ২৪ টাকায় বিক্রি হবে। এখন প্রতি কেজি খোলা আটা ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে প্যাকেটের আটা প্রতি কেজিতে সাড়ে ৪ টাকা বাড়িয়ে দুই কেজি প্যাকেটের আটা বিক্রি হবে ৫৫ টাকা দরে, যা এখন বিক্রি হচ্ছে ৪৬ টাকা দরে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh