অ্যাকশন গ্রুপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে বললো কমনওয়েলথ

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৯:১৪ এএম

কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখায় কমনওয়েলথের ‘ব্লু চার্টারে’র অধীনে গঠিত ‘অ্যাকশন গ্রুপে’ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এই আহ্বান জানান।

গত বুধবার (১৭ নভেম্বর) মিসরের শারম আল শেখে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন কমনওয়েলথ সেক্রেটারি। বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৭) উপলক্ষে তারা মিশরে রয়েছেন। সম্মেলনের এক ফাঁকে এই বৈঠক হয়।

ব্লু-চার্টার কমনওয়েলথ দেশগুলোকে সমুদ্র সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদ্ধতিতে একসঙ্গে কাজ করতে সহায়তা করে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি উচ্চ-পর্যায়ের কোর গ্রুপ গঠনের জন্য কমনওয়েলথ মহাসচিবের পরামর্শকে স্বাগত জানান।

একইসাথে মন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বৃত্তি বা স্কলারশিপের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন।

সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh