বিশ্বকাপ ফুটবলের পেছনে ক্রিকেট, অলিম্পিক

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ১২:০৪ পিএম

বিশ্বকাপ ট্রফি। ছবি: ফিফা

বিশ্বকাপ ট্রফি। ছবি: ফিফা

বিশ্বকাপ জ্বরে কাঁপছে এখন পুরো ফুটবল দুনিয়া। মাঠে নামার অপেক্ষা প্রায় শেষ হওয়ার পথে। দলগুলোর বিশ্লেষণের পাশাপাশি চলছে লাভ-ক্ষতির হিসাবও। সেখানেই অন্য প্রায় সব খেলাকেই পেছনে ফেলে দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি। পরিসংখ্যান বলছে, ক্রিকেট, অলিম্পিক নেহাতই শিশু, কাতার বিশ্বকাপের পুরস্কার মূল্য জানলে অবাক হয়ে যাবেন। ক্রিকেটর সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ টি টোয়েন্টি বিশ্বকাপ অতীত। দুনিয়াজুড়ে এখন শুধুই চর্চায় রয়েছে কাতার বিশ্বকাপ। ‘দ্য বিগেস্ট শো অন আর্থ’ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনার পারদ চড়ছে চড়চড় করে। বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা বিতর্ক, সমালোচনাকে দূরে রেখে প্রিয় তারকাদের দুরন্ত পারফরম্যান্স দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

দুদিন পর ২০ নভেম্বর থেকে রাত জাগার পালা শুরু। ব্যস্ত থাকতে হবে দিনের শেষ বেলা ও সন্ধ্যার সময়ও। এবারের বিশ্বযুদ্ধে অংশ নিয়েছে মোট ৩২টি দল। সকলকে পিছনে ফেলে কে পাবে সেরার শিরোপা? কে বিশ্বজয় করবে? কত পুরস্কার অর্থই বা পাবে সেই দল। মেগা টুর্নামেন্টের প্রাক্কালে সেসবই আলোচনার কেন্দ্রে। খেলার ফলাফল জানতে চোখ থাকবে টিভির পর্দায়। তবে তার আগে এবার চলুন জেনে নেওয়া যাক টুর্নামেন্টের পুরস্কার অর্থের খুঁটিনাটি। এবারের বিশ্বকাপে মোট ৪৪ কোটি ডলার পুরস্কার মূল্য দেওয়া হবে ফিফার তরফে।

যা রাশিয়া বিশ্বকাপ ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৪ কোটি ডলার বেশি। ২০১৪ বিশ্বকাপে পুরস্কার অর্থ ছিল ৩৫ কোটি ৮০ লক্ষ ডলার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে যোগ দেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে। যে দলগুলি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে, তাদের জন্য মাথা পিছু পুরস্কার মূল্য ৯০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭৪ কোটি টাকা। এরপর প্রি-কোয়ার্টার ফাইনাল বা শেষ ষোলোয় পৌঁছলে দলগুলি পাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার (১০৬ কোটি টাকা)। শেষ আটে ওঠা দলগুলি পেয়ে যাবে ১ কোটি ৭০ লক্ষ ডলার বা ১৩৮ কোটি টাকা। চতুর্থ স্থানাধিকারী দলের হাতে ফিফা তুলে দেবে ২৫ মিলিয়ন ডলার বা ২০৪ কোটি টাকা।

এছাড়া তৃতীয় স্থানে শেষ করা দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার বা ২২০ কোটি টাকা। রানার্সআপ অর্থাৎ ফাইনালে যে দল হারবে, তারা বাড়ি নিয়ে যাবে ৩০ মিলিয়ন ডলার অর্থাৎ ২৪৫ কোটি টাকা। আর বিশ্বজয়ী দলের হাতে উঠবে ৪ কোটি ২০ লক্ষ ডলার বা ৩৪৪ কোটি টাকা পাবে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার। ফাইনালে পরাজিত ক্রোয়েশিয়া পায় ২ কোটি ৮০ লক্ষ ডলার। অর্থাৎ এই পুরস্কার অর্থের কাছে অলিম্পিক, ক্রিকেট বিশ্বকাপ নেহাতই শিশু। কাতারে যে টাকার ছড়াছড়ি, তা আর বলার অপেক্ষা রাখে না। ফুটবল সে কারণেই জনপ্রিয়তায়ও পেছনে ফেলে দিয়েছে অন্য খেলাগুলোকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh