শেক্সপিয়ারের প্রথম প্রতিকৃতি বিক্রি ১২০ কোটি টাকায়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৮:৪৩ পিএম

কালজয়ী কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। সংগৃহীত ছবি

কালজয়ী কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। সংগৃহীত ছবি

ইংরেজি সাহিত্যের কালজয়ী কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। বিখ্যাত এই নাট্যকারের জীবদ্দশায় একটি মাত্র প্রতিকৃতি ছিল। সেটি বর্তমানে পশ্চিম লন্ডনের গ্রোসভেনর হাউস হোটেলে রয়েছে। শেক্সপিয়ারের তারিখসহ সই করা এই প্রতিক্রিতিটি ১২০ কোটি টাকায় (১০ মিলিয়ন পাউন্ড) বিক্রি হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

ইন্ডিপেনডেন্ট বলছে, নিলামে না তুলেই প্রতিকৃতিটি বিক্রি করা হচ্ছে। এটিতে ১৬০৮ সালের তারিখ দিয়ে সই করা রয়েছে। প্রতিকৃতিটি রাজা প্রথম জেমসের দরবারের চিত্রশিল্পী রবার্ট পিক তৈরি করেছিলেন। এর আগে এটি ইংল্যান্ডের উত্তরে ড্যানবি রাজপ্রাসাদের লাইব্রেরিতে প্রদর্শিত হয়েছিল। সেসময় থেকে এটি ব্যক্তিগত মালিকানাধীন রয়েছে।

প্রতিকৃতিটি বিক্রয়ের আগে এর তথ্য-উপাত্ত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ ডানকান ফিলিপস।

তিনি ইন্ডিপেন্ডেন্টকে বলেন, “শেক্সপিয়ারের অন্য পরিচিত চিত্রকর্মের চেয়ে এটি যে পুরোনো এ বিষয়ে বেশ কিছু প্রমাণ রয়েছে। ছবিটি গত ৪০০ বছর ধরে স্পর্শ করা হয়নি। ফলে ‘অক্ষত' অবস্থায় টিকে রয়েছে। এটি যত্ন সহকারে সংরক্ষণ করায় পরিবারটিকে ধন্যবাদ।”

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh