গাইবান্ধায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ১০:০০ পিএম

মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা কর্তৃক গাইবান্ধার তিন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও গোবিন্দগঞ্জের সমকালের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব ও পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের আহ্বানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রেসক্লাব গাইবান্ধার সহ-সভাপতি ভুক্তভোগী রবিন সেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির গাইবান্ধা প্রতিনিধি রাসেল মিয়া, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডিপটি প্রধান, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মাসুম বিল্লাহ, লাল চান বিশ্বাস, রিপন আকন্দ, ইসমাইল, দৈনিক যুগের আলো আসাদুজ্জামান রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার সময়ে বিভিন্ন প্রকল্পের অনিয়ম তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক মানবজমিন ও মাছরাঙা টিভির সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, আনন্দ টিভির সাংবাদিক মিলন খন্দকার, বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক রবিন সেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গোবিন্দগঞ্জে কাজে অনিয়মের খবর প্রকাশ করায় সমকাল পত্রিকার সাংবাদিক এনামুল হকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh