মালদ্বীপে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ থেকে

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ০২:১৭ পিএম

 মো. শরিফ উদ্দিন (২৬)। ছবি: প্রতিবেদক

মো. শরিফ উদ্দিন (২৬)। ছবি: প্রতিবেদক

মালদ্বীপের আরসিসি কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

মালদ্বীপের স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর)  বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া প্রবাসী বাংলাদেশির নাম মো. শরিফ উদ্দিন (২৬)। কিশোরগঞ্জের মধ্যমপাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের দ্বিতীয় ছেলে তিনি।

জানা গেছে, গতকাল নির্মাণাধীন ওই ভবনের ছয় তলায় কাজ করতে গেলে ছাদ মনে করে ফলস সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙে নিচে পড়ে যান শরিফ। পরে স্থানীয়রা তাকে দ্রুত নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পরপরই দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত শরিফকে দ্রুত আইসিইউ বিভাগে পাঠান। 

তার অকাল মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও দেশের বাড়িতে শোকের ছেয়ে নেমে এসেছে। বর্তমানে নিহতের মরদেহ মালদ্বীপের আইজিএমএইচ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh