স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই

আসিফ আহম্মেদ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ১২:৪৫ পিএম

স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই বইয়ের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই বইয়ের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক প্রণীত স্মৃতিকথামূলক গ্রন্থ। কথাশিল্পী সৈয়দা হক এর পূর্বেও স্মৃতিকথা লিখেছেন; কিন্তু ‘স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই’ একেবারেই ব্যতিক্রম।

এ গ্রন্থের প্রথম ভাগে লেখকের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত কিছু পর্ব, যেমন- মহান মুক্তিযুদ্ধের দিনরাত, স্মৃতিময় বাংলা একাডেমি এবং দুই কালের দুই বইমেলার আন্তরিক গল্পকথা উদ্ভাসিত হয়েছে। দ্বিতীয় পর্বে লেখকের স্মৃতির মানুষেরা গদ্যের ছন্দে উঠে চিত্রিত হয়েছেন।

আলোচিত-স্মরিত হয়েছেন লেখকের শ্রদ্ধেয়-প্রিয় পূর্বজ, সমসাময়িক বন্ধুবর্গ এবং প্রীতি ও স্নেহভাজন অনুজেরা। লেখক এঁদের সবাইকে অবলোকন করেন উদার-প্রসারিত দৃষ্টিতে। ফলে ‘স্মৃতির খেয়ায় যাই ভেসে যাই’ পাঠে স্মৃতি সততই সুখের- এই বোধপুষ্পের পাশাপাশি স্মৃতিবৃক্ষের কাঁটাও দৃশ্যমান হতে থাকে।

স্মৃতির খেয়ায় আনোয়ারা সৈয়দ হক যেমন ভেসে চলেছেন তেমনি পাঠককেও প্রলুব্ধ করেন তাঁর স্মৃতিসমুদ্রের আনন্দিত-বিষাদিত জলে অবগাহনে।

লেখক: আনোয়ারা সৈয়দ হক

প্রচ্ছদ: মুস্তাফিজ কারিগর

প্রকাশন: জাগতিক প্রকাশন

প্রকাশকাল: অক্টোবর ২০২২

দাম: ৩৫০ টাকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh