পঞ্চপদী

মুনীর সিরাজ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৪:১০ পিএম

কবিতা। প্রিতীকী ছবি

কবিতা। প্রিতীকী ছবি

১.
কাঁকড়ার মতো গাড়ি বুম বুম শব্দ
কানে তালা দিয়ে করে পথচারী জব্দ
বাহাদুরি দেখ তার
ছোট চাকা গাড়িটার
ছুটে চলে সবকিছু করে দিয়ে তব্ধ!
২.
সারা দেহে উল্কি আঁকা লোকটা খালি গায়
দুলকি চলার মতো দুলে লোকটা হেঁটে যায়
কোমরে তার শার্টটা বাঁধা
ঝুলে আছে জামার হাতা
ফুলকি তোলে ঘষ্টানো বুট নেই কোনো তার দায়।
৩. 
কার্ডবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে যে লোকটা
মাথা ভরা জটা তার বাঁকা তার ঠোঁটটা
লেখা তাতে- ‘গন কেস’
হাংরি ও হোমলেস
কুঞ্চিত ভুরু তার, বুকভারি চোট-টা।
৪.
লিখে ফেল দেখি তুমি একখানা লিমেরিক
পলাশের কথা শুনে চোখ করে চিকচিক
পাঁচ পায়ে হেঁটে যায়
কখনো-বা দ্রুত ধায়
শেষ পঙ্ক্তিতে এসে যতি টেনে দেবে ঠিক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh