ঘাটাইলে বিএনপির কর্মী সমাবেশে পুলিশের গুলি, আটক ৮

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৮:২০ পিএম

ঘাটাইল থানা। ছবি: ফাইল

ঘাটাইল থানা। ছবি: ফাইল

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির কর্মী সমাবেশে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছুঁড়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা বিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  এ সময় ঘটনাস্থল থেকে আট নেতাকর্মীকে আটকসহ কটকেল উদ্ধার করেছে পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে উপজেলার কাশতলা গ্রামের বিটিপাড়া এলাকায় জমায়েত হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছুঁড়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে আটজনকে আটকসহ কয়েকটি কটকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় জনসভাকে সফল করতে কর্মী সমাবেশের আয়োজন করে বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুলি ছুঁড়েছে।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে গেছে। অন্য বাড়ি থেকে বালতি এনে পুলিশ কটকেল রেখে গতানুগতিকভাবে নাটক সাজিয়েছে। অনতিবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি চাই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh