মহাকাশ থেকে বিদ্যুৎ আনবে ইউরোপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৯:২৫ পিএম

তার ছাড়াই মহাকাশ থেকে বিদ্যুৎ আনবে ইউরোপ। সংগৃহীত ছবি

তার ছাড়াই মহাকাশ থেকে বিদ্যুৎ আনবে ইউরোপ। সংগৃহীত ছবি

মহাকাশ থেকে সৌর প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ তারবিহীনভাবে পৃথিবীতে এনে ব্যবহারের কথা ভাবছেন ইউরোপীয় বিশেষজ্ঞরা। ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসইএ) এ সপ্তাহেই তিন বছরের একটি গবেষণা প্রকল্প অনুমোদন করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, চলতি সপ্তাহেই এ বিষয়ে তিন বছর মেয়াদি একটি গবেষণার অনুমোদন দেওয়া হতে পারে।

গবেষণায় মহাকাশে বৃহৎ কোনো সোলার ফার্ম তৈরি করা যায় কি না সে বিষয় খতিয়ে দেখা হবে।

এর চূড়ান্ত লক্ষ্য হলো, কক্ষপথে থাকা বড় বড় স্যাটেলাইটগুলোর মাধ্যমে পাওয়ার স্টেশনের মতো বিদ্যুৎ উৎপাদন করা যায় কি না, তা দেখা।

ইউরোপিয়ান মহাকাশ সংস্থার পরিচালনা পর্ষদ মঙ্গলবার প্যারিসে এটির প্রধান কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

বিভিন্ন সংগঠন এবং মহাকাশ সংস্থা যখন এই বিষয়টিতে দৃষ্টি দিয়েছে, কথিত এই সোলারিস উদ্যোগটি তখন বাস্তব পরিকল্পনার ভিত্তি হতে যাচ্ছে।

ইএসএর ডিরেক্টর জেনারেল জোসেফ অ্যাশবাচার বিবিসিকে বলেন, “তিনি বিশ্বাস করেন, মহাকাশ থেকে আসা সৌরশক্তি ভবিষ্যতে শক্তিস্বল্পতার সময়ে বিশাল সহায়ক ভূমিকা রাখতে পারে।”

তিনি বলেন, “কার্বন প্রশমিত অর্থনীতিতে আমাদের রূপান্তর প্রয়োজন। শক্তি উৎপাদনের উপায়ও বদলে ফেলতে হবে। বিশেষ করে শক্তি উৎপাদন থেকে জীবাশ্ম জ্বালানির বিষয়টি কমিয়ে ফেলতে হবে।”

তিনি আরও বলেন, “মহাকাশ থেকে যদি এটি করা যায়, আমি বলছি যে, যদি আমরা করতে পারি, সত্যিই অসাধারণ হবে। এটি অনেক সমস্যার সমাধান নিয়ে আসবে।”

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh