দুই সৌদি সমর্থককে কোপালো আর্জেন্টিনার সমর্থকরা

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১১:৪০ পিএম

হাসপাতালে আহত দুই কিশোর। ছবি: সাভার প্রতিনিধি

হাসপাতালে আহত দুই কিশোর। ছবি: সাভার প্রতিনিধি

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে ফেভারিট আর্জেন্টিনা। আর খেলা পরবর্তী বাগবিতণ্ডার জেরে সৌদির দুই সমর্থককে কুপিয়ে জখম করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আলামিন (১৮) ও মেহেদী হাসান (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তারপুর এলাকায় আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলা দেখছিলেন কয়েকজন। খেলা শেষে আর্জেন্টিনা হেরে গেলে বন্ধুদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ২০ থেকে ২২ জন মিলে মেহেদী ও আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

পড়ে আহত দুই কিশোরকে স্থানীয়দের সহযোগিতায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে পাঠানো হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারবিন জসিম জানান, দুই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে আল-আমিনের শরীরে প্রায় ৮-৯ জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh