কাতার সফরে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৫:৫১ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

কাতার সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বুধবার (২৩ নভেম্বর) চার দিনের সরকারি সফরে কাতার গেছেন। সফর শেষে আগামী ২৭ নভেম্বর তিনি দেশে ফিরবেন।

বুধবার (২৩ নভেম্বর) আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, সফরকালে সেনাপ্রধান কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। পরে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়াও কাতার সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে তিনি চলমান বিশ্বকাপ ফুটবল খেলা অবলোকন করবেন।

এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই বলেও জানায় আইএসপিআর।

সেনাবাহিনী প্রধানের উদ্যোগে গত এক বছরে বাংলাদেশ এবং কাতার সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। এবছর অক্টোবর মাসে কাতার সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh