আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০১:২৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২২, ০৩:০৬ পিএম

আনোয়ার ইব্রাহিম। ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

আনোয়ার ইব্রাহিম। ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

নির্বাচনের পর নানা জল্পনা কল্পনা শেষে নতুন প্রধানমন্ত্রী পেলো মালয়েশিয়া। দেশটির ১০তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায়  দাতুক শ্রী আনোয়ার ইব্রাহিম  শপথ নেবেন। দেশটির রাজা আল–সুলতান আবদুল্লাহের এই শপথ বাক্য পাঠ করাবেন। 

এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে মালয়ের শাসকদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনাকালে দেশটির রাজা মালয়েশিয়ার ভবিষ্যৎ রক্ষায় সকল সংসদ সদস্যদের মধ্যে ঐক্যের আহ্বান জানান।

উল্লেখ্য, গত শনিবার (১৯ নভেম্বর) মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসনে জয় পায়। অন্যদিকে মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পায় ৭৩ আসন। কোনো দলই ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন দেখাতে পারেনি। দেশটিতে সরকার গঠনে ১১২ আসন নিশ্চিত করতে হয়।

প্রসঙ্গত, দশকের পর দশক ধরে মালয়েশিয়ার ক্ষমতার শীর্ষে আরোহণের প্রচেষ্টা চালিয়ে আসছিলেন আনোয়ার। কিন্তু তাতে বাঁধ সাধে দুর্নীতি ও সমকামিতার অভিযোগ। এসব অভিযোগে কারাগারেও যেতে হয়েছে তাকে। তবে এসব অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে আসছিলেন তিনি।

অবশেষে তার অপেক্ষার পালা শেষ হলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh