নয়াপল্টনের রাস্তায় ৫০ হাজারের বেশি মানুষ হবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৫:৩১ পিএম

সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নয়াপল্টনের এক কিলোমিটার রাস্তাজুড়ে যদি মানুষ বসে, তাহলে ৫০ হাজারের বেশি না।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সমাবেশে লোকসংখ্যা যে ৩০ থেকে ৫০ হাজারের বেশি হবে না, সেটা আগে থেকেই জানে বিএনপি। সেটিও যদি হয়, কোনো অবস্থাতেই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়।

তিনি বলেন, নয়াপল্টনের এক কিলোমিটার রাস্তাজুড়ে যদি মানুষ বসে, তাহলে ৫০ হাজারের বেশি না। তবু সেখানেই সমাবেশের ওপর জোর দেওয়ার মাধ্যমে প্রমাণ করছে যে তারা শঙ্কিত ওখানে তেমন লোক হবে না। দ্বিতীয়ত, রাস্তায় সমাবেশ করলে গন্ডগোল করতে সুবিধা হয়। এই দুই উদ্দেশ্যেই তারা সেখানে সমাবেশ করতে চায়।

তথ্যমন্ত্রী বলেন, নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমাবেশ করার উদ্দেশ্যটাই একটা হীন উদ্দেশ্য। বড় সমাবেশ কখনও রাস্তায় হয় না, রাস্তায় সমাবেশ করাটা অনুচিত। এতে জনগণের দুর্ভোগ হয়। আপনারা সাংবাদিকরাই লেখেন এবং টেলিভিশনে দেখান যে রাস্তায় সমাবেশ করতে গিয়ে জনদুর্ভোগ হচ্ছে

তিনি বলেন, সরকার সমাবেশ করার অনুমতি দিতে পারে কিন্তু গন্ডগোল করার উদ্দেশ্যে কোনো সমাবেশ করার অনুমতি তো দিতে পারে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh