রোহিঙ্গাদের ৯ মিলিয়ন ডলারের সহায়তা দেবে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৭:২৭ পিএম

 রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৯ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে জাতিসংঘ। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বিশ্ব সংস্থাটি।

জানা যায়, কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পে অবস্থানরত ৯ লাখ ৪৩ হাজার রোহিঙ্গা এবং উখিয়া ও টেকনাফের স্থানীয় প্রায় ১৮ হাজার বাসিন্দাকে সহায়তার জন্য ৯ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ)।

জাতিসংঘের ৬টি সংস্থাকে এই তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। সংস্থাগুলো হলো- জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘ জরুরি শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউএন উইমেন।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের নেতৃত্বে জাতিসংঘের এই সংস্থাগুলো জাতীয় ও স্থানীয় অংশীদারদের মাধ্যমে ৪টি অগ্রাধিকারমূলক খাতে মনোযোগ দেবে। এগুলো হলো- খাদ্য নিরাপত্তা, অন্যান্য সামগ্রী, সুরক্ষা এবং পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh