সরিষাবাড়ীতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে পুনর্বহাল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৯:২৬ পিএম

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুন। ছবি: জামালপুর প্রতিনিধি

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুন। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাময়িক বহিষ্কারাদেশ প্রায় তিনমাস পর প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত আবেদনের প্রেক্ষিতে জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনের উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, জেলা ছাত্রলীগ আয়োজিত শোক মিছিলে অংশ নিতে না পারায় দলীয় আদেশ অমান্য করার অভিযোগ এনে গত ২৮ আগস্ট জেলা ছাত্রলীগ তাদের সাময়িক বহিষ্কার ও স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না- মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলু বলেন, কারণ দর্শানোর নোটিশের জবাবের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh