গণসমাবেশ ঠেকাতে ককটেল নাটক সাজানো হচ্ছে: দুলু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১০:০০ পিএম

সংবাদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: রাজশাহী প্রতিনিধি

সংবাদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: রাজশাহী প্রতিনিধি

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে ককটেল নাটক সাজিয়ে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি স্টেন্টারে সংবাদ সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

লিখিত বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণসমাবেশকে টার্গেট করে প্রশাসন দিয়ে নেতাকর্মীদের হয়রানি করতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হচ্ছে। সেসব ঘটনায় মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি করছে। তারা জানতে পারছে না তাদের বিরুদ্ধে কি কারণে মামলা হয়েছে। বুধবার রাত পর্যন্ত সাবেক এমপি নাদিম মোস্তফাসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও পাল্টা কর্মসূচির নামে সমাবেশ ঘিরে বিভিন্ন স্থানে কর্মীসভা পণ্ড করে দিচ্ছে পুলিশ। কিন্তু বিএনপি কোনো নিষিদ্ধ সংগঠন নয়; যে আমরা গোপনে বৈঠক করবো। এমন অবস্থা সৃষ্টি হয়েছে এখন পুলিশই বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ বলেন, জনগণকে হয়রানির জন্য জড়িত পুলিশ সদস্যদের একদিন আইনের আওতায় আসবে হবে। এতদিন পরে এসে যদি শেখ মুজিবুর রহমানের বিচার হয় তবে পুলিশেরও বিচার হবে।

হারুনুর রশিদ এমপি বলেন, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পুলিশের আইজিপি আন্তর্জাতিকভাবে স্যানশনের শিকার হয়েছিলেন। এখন আশঙ্কা দেখা গিয়েছে পুরো পুলিশ বাহিনী স্যানশনের শিকার হওয়ার। যা জাতীর জন্য দুঃখজনক হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর গণসমাবেশ বানচাল করতে পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা নির্দেশ দিয়ে যাচ্ছেন। তার নির্দেশে সমাবেশ উপলক্ষে বিএনপির কর্মীসভায় বাধা দেয়া হচ্ছে ককটেলের নাটক সাজানো হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। এটি বন্ধ না হলে এবার আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করতে শুরু করবো বলে হুশিয়ারি দেন এই নেতা।

তিনি আরো বলেন, যতই বাধা দিন আগামী ৩ ডিসেম্বর রাজশাহী সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ। লাখ লাখ মানুষের উপস্থিতিতে এ সমাবেশ হবে রাজশাহী শহরজুড়ে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ইশা, জেলার আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh