চীনে আবাসিক ভবনে আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ০৩:১৭ পিএম

ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনে আগুন লাগার পর পর তোলা ছবি। ছবি: সিনহুয়া

ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনে আগুন লাগার পর পর তোলা ছবি। ছবি: সিনহুয়া

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার (২৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

আরো বলা হয়, দগ্ধদের নিহতদের সবাই চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর ৯ জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।

তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়িত্বে অবহেলা এবং পুরোপুরি আইন না মেনে চলার কারণে চীনে অগ্নিকাণ্ড একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুইজন আহত হন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh