শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন: পরিবেশমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৯:১৬ এএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন। মেট্রোরেল, পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার চিন্তার ফসল।”

শনিবার (২৬ নভেম্বর) মৌলভীবাজার পৌরসভার বেঙ্গল কনভেনশন হলে “আধুনিক শহর ও সড়ক ভাবনা” শীর্ষক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, “শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গাড়ি চালকদের আরো সচেতন হতে হবে। অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে। শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।”

শাহাব উদ্দিন বলেন, “২০৪১-এ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।”

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh