যুদ্ধ শেষে

উপল বড়ুয়া

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১২:৩৯ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ১২:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তোমার সৈন্যরা আজ চলে যাচ্ছে
ময়দানে পড়ে আছে তলোয়ার ও
ভাঙা নাক। পতাকার পাশে বসন্ত 
কেন যে এত লাল নিয়ে আসে রোজ!

পানশালা ভর্তি গোলন্দাজদের গান
ক্যাপ্টেন জোন্স, তোমার বিধ্বস্ত দালান
জুড়ে বুলেটের ক্ষত ও পাখিদের বিষ্ঠা
বন্দর থেকে জাহাজের গর্জন আর আলো
ঠিকরে পড়ছে নিঃসঙ্গ পাহাড়ের গায়ে
এমনকী কেঁপে কেঁপে উঠছে একটি ঘাস
কয়েকটা কাটা লাশ কথা বলছে পরস্পরে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh