মহাকাশে তিন নভোচারী পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১০:৫৫ এএম

তিন চীনা নভোচারী। ছবি: সিনহুয়া

তিন চীনা নভোচারী। ছবি: সিনহুয়া

নিজেদের তৈরি ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো নভোচারী পাঠাল চীন। 

গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) গোব মরুভূমির উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝাউ-ফিফটিন নভোযানে যাত্রা করেন তিন নভোচারী।

জানা গেছে, ছয় মাস মহাকাশে থাকবেন তারা। তারা ফিরলে পাঠানো হবে নতুন নভোচারী। এর আগে চলতি বছরের জুনে তিয়ানগংয়ে গিয়েছিলেন তিন নভোচারী। এখন তারা ফিরে আসবেন। 

কক্ষপথে থাকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পর ‘তিয়ানগং’ দ্বিতীয় মহাকাশ স্টেশন। ২০১১ সাল থেকে চীনের সাথে কার্যক্রম বন্ধ রেখেছে নাসা। এরপর থেকে নিজস্ব উদ্যোগে কাজ করছে চীন। 

চীনের মহাকাশ স্টেশন তৈরিতে ১১টি আলাদা যন্ত্রাংশ দরকার। এ যাত্রায় যন্ত্রাংশের শেষ চালানটি যাচ্ছে। মহাকাশ স্টেশনটিতে প্রায় এক দশক ধরে কাজ করবে চীনের নভোচারীরা। প্রায় শূন্য মাধ্যাকর্ষণে পরীক্ষা চালাবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে কক্ষপথে নভোচারী পাঠাতে সক্ষম হয়েছে চীন। এর আগে মঙ্গল গ্রহ ও চাঁদে রোবোটিক রোভার অবতরণ করে দেশটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh