রাজশাহীর ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৪৩ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২, ১১:৫২ এএম

রাজশাহী মহানগর। ছবি: রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগর। ছবি: রাজশাহী প্রতিনিধি

সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক সমিতি। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এই পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

এর আগে, গতকাল বুধবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুগ কার্যালয়ে যৌথসভা শেষে বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর এ ঘোষণা দেন।

১০ দফা দাবির মধ্যে আছে- সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করতে হবে, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ইত্যাদি) চলাচল বন্ধ করতে হবে, জ্বালানি তেল ও যন্ত্রাংশের মূল্য হ্রাস করতে হবে, করোনাকালে গাড়ি চলাচল না করায় সে সময়ে ট্যাক্স মওকুফ করতে হবে, সব ধরনের সরকারি পাওনাদির (ট্যাক্স-টোকেন, ফিটনেস) অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ করতে হবে, চালকদের ড্রাইভিং লাইসেন্স-সংক্রান্ত নানাবিধ জটিলতা নিরসন করতে হবে, পরিবহনের যাবতীয় কাগজ হালনাগাদ বা সঠিক থাকার পরও নানাবিধ পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, উপজেলা পর্যায়ে বিআরটিসি চলাচল দ্রুত বন্ধ করতে হবে, মহাসড়কে হাট-বাজার আয়োজন বা পরিচালনা করা যাবে না এবং চলমান হাটবাজার অতি দ্রুত উচ্ছেদ করতে হবে, যাত্রী ওঠানামার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক জেলায় ট্রাক টার্মিনাল নির্মাণ ও ট্রাক ওভারলোড বন্ধ করতে হবে।

এদিকে, আগামী শনিবার (৩ ডিসেম্বর) বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির নেতাদের অভিযোগ, তাদের কর্মসূচিকে সামনে রেখে সরকার দলীয় সংগঠনের চাপে এমন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তবে সকল বাঁধা পেরিয়ে তারা সফলভাবে গণসমাবেশ করবেন।

জানা যায়, গত শনিবার (২৬ নভেম্বর) নাটোরে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় ১০ দফা দাবি আদায়ে ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। এরপর তারা বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার কাছে তাদের দাবি পূরণে স্বারকলিপি দেয়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানান, তাদের দাবি পূরণ না হওয়ায় ১ ডিসেম্বর ভোর থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন। বিভাগের ৮ টি জেলা- রাজশাহী, নাটোরে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলায় এই কর্মবিরতি পালন করা হবে। আর এই ধর্মঘট কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে নয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh