কেমন হলো ক্যামেরুন-ব্রাজিল একাদশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ এএম

কেমন হলো ক্যামেরুন-ব্রাজিল একাদশ। সংগৃহীত ছবি

কেমন হলো ক্যামেরুন-ব্রাজিল একাদশ। সংগৃহীত ছবি

গ্রুপ পর্বে দুই ম্যাচে জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার মরুর বুকে 'জি' গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন। শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচেই শেষ ষোলোর ভাগ্য ঝুলে আছে আফ্রিকার দেশ ক্যামেরুনের। দুই ম্যাচে মাঠে নেমে এক ম্যাচে ড্র ও একটিতে হেরেছে তারা। ফলে ব্রাজিলের বিপক্ষে জিতলেও গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে ক্যামেরুনের।

একাধিক খেলোয়াড় ইনজুরিতে থাকার কারণে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে বেঞ্চের একাধিক খেলোয়াড়কে সুযোগ দিচ্ছেন ব্রাজিল কোচ তিতে। ফলে সুইজারল্যান্ড ম্যাচের শুরুর একাদশ থেকে দশ পরিবর্তন নিয়ে মাঠে নামছে সেলেসাওরা।

ব্রাজিলের শুরুর একাদশ: এডারসন (গোলরক্ষক), দানি আলভেস, মিলিতাও, ব্রেমার, তেলেস, ফ্যাবিনহো, ফ্রেড, রড্রিগো, মার্টিনেলি, গ্যাব্রিয়েল জেসুস, অ্যান্টনি।

ফরমেশন: ৪-২-৩-১

ক্যামেরুনের শুরুর একাদশ: ডেভিস পাসি, এনজো এবোসে, ক্রিস্টোফার উহ, তোলো নৌহৌ, কলিন্স ফাই, এরিক ম্যাক্সিম কৌপো মোতিং, পিয়েরে কুন্দে, আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা, ভিনসেন্ট আবু বকর, নিকোলাস মৌমি এনগামালেউ, ব্রায়ান এমবেউমো।

ফরমেশন: ৪-৩-৩

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh