‘অরাজকতা দেখলেই ছাত্রলীগ রুখে দেয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০৬:৩৫ পিএম

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। ছবি: সংগৃহীত

অরাজকতা দেখলেই ছাত্রলীগ রুখে দেয় মন্তব্য করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, শিক্ষাঙ্গনে ছাত্রদল বা অন্য কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে, তাদের দাঁতভাঙা জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত থাকে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আজকে সুশীলরা টেলিভিশনের পর্দায় সমালোচনা করেন। আপনাদের বলতে চাই—ছাত্রলীগ আছে বলেই আপনারা বউ-বাচ্চা নিয়ে ঘুমাতে পারছেন। ছাত্রলীগ সন্ত্রাস, মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ‘আমরা ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, ছাত্রদল অছাত্রদের সংগঠন, যাদের ছাত্রত্বের কোনো বালাই নেই, যে সংগঠনের কাজ ছিল টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা।

জয় বলেন, আজ এই সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যোগ্য নেতৃত্ব পাবে। যারা আগামীর বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে, আগামীর নির্বাচন নিয়ে কাজ করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh