ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০৯:০৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার (৩ ডিসেম্বর) দেশটির পশ্চিম জাভায় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দেশটির ভূবিজ্ঞান সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। পরবর্তী অবস্থা দেখে ব্যবস্থা নেয়া হবে।

সংস্থাটি আরো জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল রাজধানী জাকার্তা থেকে ২৮০ কিলোমিটার দূরে। তবে রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১৮ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, গত নভেম্বরেই ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঙ্গরাজ্যে ভয়াবহ ভূমিকম্পে অন্তত আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক মানুষ নিখোঁজও হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh