যুবদল সভাপতি টুকুসহ চারজন আটক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ১২:৩৭ এএম

যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। ছবি- সংগৃহীত

যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। ছবি- সংগৃহীত

রাজশাহীর গণসমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল এ অভিযোগ করেন।

শনিবার ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় টুকুর সঙ্গে থাকা যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।

সাদা পোশাকে থাকা ব্যক্তিরা তাদের আটক করেছে বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

আমিরুজ্জামান খান শিমুল বলেন, ‘এইমাত্র সাভারের আমিনবাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেছে বলে খবর পেলাম। এভাবে গ্রেফতার করে সরকার পতন ঠেকানো যাবে না। আন্দোলন-সংগ্রাম করেই টুকুসহ সব রাজবন্দিকে মুক্ত করা হবে।’

জানতে চাইলে গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বলেন, ‘যুবদল সভাপতি টুকুকে আটক করেনি আমাদের টিম।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh