জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৮ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২, ১২:২৭ পিএম

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়। ছবি: ফাইল

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়। ছবি: ফাইল

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

জানা যায়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে গণমাধ্যমের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবেন দলের মহাসচিব।

ঢাকায় আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ বানচাল করতে সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও তাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিএনপি।

দলটির দাবি, ঢাকায় কর্মসূচিতে কারা অংশ নেবেন, তার এলাকাভিত্তিক তালিকা তৈরি করে চলছে পুলিশের এ অভিযান।

এর আগে, গতকাল শনিবার (৩ ডিসেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাজশাহীতে বিএনপির গণসমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে আমিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া রাতভর ব্লকরেইড পদ্ধতিতে রাজধানীর বিভিন্ন বাসা-বাড়ি, মেস ও হোস্টেলে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh