দ. কোরিয়ার বিপক্ষে ব্রাজিল একাদশে নেইমার

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ১২:২১ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২, ১২:২২ এএম

চোট থেকে সেরে উঠেছেন নেইমার। ছবি- সংগৃহীত

চোট থেকে সেরে উঠেছেন নেইমার। ছবি- সংগৃহীত

চোট থেকে সেরে উঠেছেন নেইমার। এছাড়া দানিলোও ফিরেছেন দলে। এডার মিলিতাওর সঙ্গে ডানে খেলতে পারেন তিনি। শেষ ষোলোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারসহ সেরা একাদশ নিয়েই নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নাইন সেভেন ফোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টায়।

কাতার এসে প্রতিপক্ষরা যতটা না চ্যালেঞ্জ জানিয়েছে তার চেয়ে বেশি চ্যালেঞ্জ সেলেসাওদের নিতে হয়েছে ফুটবলারদের চোটের কারণে। শেষ মুহূর্তে জেসুস আর টেলেসের ছিটকে যাওয়াও বেশ অস্বস্তিতে ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। যেটা এখনও অব্যাহত আছে অ্যালেক্স সান্দ্রোর অনুপস্থিতিতে।

দুর্দান্ত প্রতাপে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে এসে পচা শামুকে পা কেটেছে। সাইড বেঞ্চ নিয়ে অতিরিক্ত নিরীক্ষা চালাতে গিয়ে দলের এ অবস্থা! যদিও কোরিয়ার বিপক্ষে আবারও ফিরেছেন তিতের সেরা ছাত্ররা।

ব্রাজিল কোচ বলেন, আমি শুরু থেকেই আমার সেরা খেলোয়াড়দের ব্যবহার করতে পছন্দ করি। প্রধান কোচ হিসেবে আমাকে দায়িত্ব নিতে হবে এবং এভাবেই আমি শুরু করতে পছন্দ করব।

অন্যদিকে, ব্রাজিলকে ফেবারিট মানলেও চমকের অপেক্ষায় সন ইয়ং মিনের দক্ষিণ কোরিয়া।

ব্রাজিল একাদশ
অ্যালিসন, মিলিতাও, মারকুইনহোস, সিলভা, দানিলো, পাকেতা, ক্যাসেমিরো, নেইমার, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh