‘সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে বিএন‌পিকে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০২:২১ পিএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২, ০৩:১৫ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি: সংগৃহীত

১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। সেখানেই ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে আবারো জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানকে ভেন্যু হিসেবে দেওয়া হয়েছিল। তাদের পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি দিতে অনড়। কোনোভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি।

১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ব্যবসায়ী বা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান ফারুক হোসেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh