ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ২৪৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন। 

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ১৪১ জন এবং ঢাকার বাইরের ১০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৬৯৫ জন। এরমধ্যে মারা গেছেন ২৬৩ জন। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ২২০ জন।

উল্লেখ্য ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh