সমাবেশের ভেন্যু পরিবর্তন করল ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০১:৩২ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২, ০১:৩৪ এএম

আজ রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ফাইল ছবি

আজ রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ফাইল ছবি

শেষ সময়ে ভেন্যু পরিবর্তন করে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেইটের পরিবর্তে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বেলা আড়াইটায় শুরু হবে এ কর্মসূচি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

সভায় শুক্রবার সকাল থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক অবস্থান নিতে বলা হয়েছে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলার ক্ষেত্রে তারা কোনও ছাড় দিবে না বলেও নির্দেশনা এসেছে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে। একইসঙ্গে সমাবেশে বিপুল সমাগম ঘটিয়ে শক্তি প্রদর্শনেরও তাগিদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, ইউনিট থেকে ওয়ার্ড, থানা থেকে মহানগর- সব স্তরের আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবে। এ সমাবেশ সফল করতে বেশ কয়েকদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি দুই লাখের মতো জমায়েত হতে পারে।

তিনি আরও বলেন, রাস্তায় সমাবেশ করার ওপর পুলিশের আপত্তি থাকায় বায়তুল মোকাররম দক্ষিণ গেইটের পরিবর্তে মহানগর নাট্যমঞ্চে হবে সমাবেশটি। সেখানে গাছপালা আছে, অনেক মানুষ জমায়েত হতে পারবে। মানুষের ভীড়ে আশপাশের রাস্তায় ব্লক হয়ে যেতে পারে। এখান থেকে বিএনপিকে রাজপথে মোকাবিলার ঘোষণা আসবে।

সমাবেশে আরও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়ামের নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে ডিএমপির সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও কোনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিএনপি। সরকার ও পুলিশ বলছে—জনসমাবেশ করতে হলে খোলা মাঠেই করতে হবে। তবে শুরু থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করতে অনড় ছিল বিএনপি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh