ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে‌র পাশে ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ১০:১৯ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২, ১০:২৫ এএম

আওয়ামী লীগ কার্যালয়ে‌ ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

আওয়ামী লীগ কার্যালয়ে‌ ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

মধ্যরাতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে জেলা রেজিস্ট্রি অফিস ও শিল্পকলা ভবন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহম্মদ সোহেল রানা জানান, মধ্যরাতে অন্তত ৪টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

তিনি আরো জানান, পুলিশ দুর্বৃত্তদের আটক করতে অভিযান শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই কার্যালয় পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

তিনি বলেন, ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঝিনাইদহেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপির লোকেরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh