ঢাকায় ঘোষণা ছাড়াই বন্ধ গণপরিবহন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১০:১০ এএম

বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীর সড়কে নেই গণপরিবহন। ছবি: সংগৃহীত

বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীর সড়কে নেই গণপরিবহন। ছবি: সংগৃহীত

বিএনপির সমাবেশকে ঘিরে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকায় সবধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। আজ শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর প্রায় সব সড়কেই কোনো ধরনের যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি।

সকালে বাসা থেকে বের হয়ে গণপরিবহন না পেয়ে চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা রাজধানীর বিভিন্ন মোড়ে বাসের জন্য তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বাধ্য হয়ে অনেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়ায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে পৌঁছান। সরেজমিনে রাজধানীর গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাইন্সল্যাব, শাহবাগ, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী, গুলিস্তান এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। 

এর আগে, বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে ঘিরে রাজধানীতে পরিবহন ধর্মঘট ডাকা হবে না বলে জানিয়েছিলেন মালিকরা।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছিলেন, যদি বাস চলাচলের পরিস্থিতি থাকে তবে চলবে, পরিস্থিতি না থাকলে চলবে না। এ বিষয়ে মালিকদের সঙ্গে এখনো আলোচনা হয়নি। রাজধানীতে আমরা বাস ধর্মঘট ডাকব না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh