কখন কোথায় লোডশেডিং

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৯:০১ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২, ০৯:২০ এএম

লোডশেডিং। প্রতীকী ছবি

লোডশেডিং। প্রতীকী ছবি

দেশে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে সরকার। এর ফলে তৈরি হয়েছে বিদ্যুতের ঘাটতি। ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং।

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে।

আজ রবিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেও এরই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম, চলবে রাত পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে। যদিও শিডিউলের বাইরেও লোডশেডিং হচ্ছে।

শিডিউল জানিয়ে ডিপিডিসি বলেছে, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

রাজধানীর আজকের সম্ভাব্য লোডশেডিং শিডিউল জানতে ক্লিক করুন 

ডেসকো

ডিপিডিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh