ডেঙ্গু: মৃত্যুহীন দিনে শনাক্ত ২২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৫:০৪ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী। ছবি: ফাইল

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী। ছবি: ফাইল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২২০ জন রোগী। একই সময়ে মশাবাহিত এ রোগে কেউ মারা যায়নি। তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬৬ জন।

আজ রবিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১০৪ জন ঢাকা, এবং ঢাকার বাইরে ১১৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৫৯১ জন। বাকি ৪৬৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৫৮ হাজার ৯৭২ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh