বিজয় দিবসে শিল্পকলায় প্রদর্শিত হবে ‘আ্যানা ফ্রাঙ্ক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০২:৪৬ এএম

 অ্যানা ফ্রাঙ্ক নাটকে এককভাবে অভিনয় করেছেন আর্য মেঘদূত

অ্যানা ফ্রাঙ্ক নাটকে এককভাবে অভিনয় করেছেন আর্য মেঘদূত

বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় ম্যাড থেটার মঞ্চস্থ করবে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। নাটকটির রচনা করেছেন আসাদুল ইসলাম ও নির্দেশনা দিয়েছেন কাজী আনিসুল হক বরুণ।

ঐতিহাসিক চরিত্র অ্যানা ফ্রাঙ্ককে নিয়ে নির্মিত ম্যাড থেটারের প্রযোজনাটি একক নাটক হিসাবে প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ হতে যাচ্ছে। ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটকে এককভাবে অভিনয় করেছেন আর্য মেঘদূত। এটি ম্যাড থেটারের ৩য় প্রযোজনা।

যুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের বাহিনী একদিন দখল করে নেয় হল্যান্ড। ফ্রাঙ্ক পরিবার হিটলারের হাত থেকে বাঁচতে আত্মগোপন করে। ১৯৪২ সালের ৬ জুলাই তারা আশ্রয় নেয় সিক্রেট অ্যানেক্সে। ফ্রাঙ্ক পরিবারের ছোট মেয়ে অ্যানা ফ্রাঙ্ক। সিক্রেট অ্যানেক্সে ফ্রাঙ্ক পরিবারের সাথে যোগ দেয় অ্যানা ফ্রাঙ্কের বাবার বন্ধুর পরিবার ও একজন ডাক্তার। সব মিলেয়ে সদস্য সংখ্যা দাঁড়ায় আটজন। সিক্রেট অ্যানেক্স! ছোট্ট, স্যাঁতস্যাঁতে একটা জায়গা। বাইরের বাতাস নেই, আলো নেই। এসবের মধ্যে এতগুলো মানুষ। তবু অ্যানা নিঃসঙ্গ, তার মনের কথা বলার মতো সে কাউকে পায় না। তার সব কথা সে লিখে রাখে ডায়েরিতে, ডায়েরিটাই হয়ে ওঠে তার কাছে প্রিয় বন্ধু। এভাবে এগিয়ে যাবে নাটকের কাহিনী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh