বিজয় র‌্যালিতে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:২৮ পিএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:৩৭ পিএম

সড়ক দুর্ঘটনা। ছবি: প্রতীকী

সড়ক দুর্ঘটনা। ছবি: প্রতীকী

শরীয়তপুরের ডামুড্যায় বিজয় দিবসের র‌্যালিতে গিয়ে অটোরিকশার ধাক্কায় লামিয়া আক্তার (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরভয়রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লামিয়া আক্তার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরবয়রা গ্রামের স্বপন মাঝির মেয়ে। সে ১০নং চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চরবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়কে বিজয় দিবসে র‌্যালি করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা সেখানে ঢুকে যায়।

এসময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় লামিয়া। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত বলে ঘোষণা করেন। 

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম জানান, ঘটনার পরপরই চালক অটোরিকশা নিয়ে পালিয়েছে গেছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh