ফাইনালের আগে প্রকাশিত হলো নতুন গান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১১:২৪ এএম

এজ আল আরব শিরোনামে গানটি গেয়েছেন মিশরের হিপ-হপ র‍্যাপার ওয়েগস। ছবি: সংগৃহীত

এজ আল আরব শিরোনামে গানটি গেয়েছেন মিশরের হিপ-হপ র‍্যাপার ওয়েগস। ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আর মাত্র কয়েকটা মুহুর্তের পর শেষ হবে ফুটবলের বিশ্বযজ্ঞ।

আরব বিশ্বের প্রথম আয়োজনকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নিয়েছে কাতার। ফাইনালকে ঘিরে এবার প্রকাশ করা হয়েছে নতুন গান।

এজ আল আরব শিরোনামে গানটি গেয়েছেন মিশরের হিপ-হপ র‍্যাপার ওয়েগস। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে কাতারের আইকনিক দৃশ্যগুলো। সুক ওয়াকিফসহ চোখে পড়বে পশ্চিম উপসাগরে ঐতিহ্যবাহী ক্রুজ।

বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা সাজিয়েছে কাতারভিত্তিক সম্প্রচার প্রতিষ্ঠান বিন স্পোর্টস। ফ্রিতে সম্প্রচার করবে আজকের আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ। ফলে ইউটিউব চ্যানেলে ফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারবেন মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার জনগণ। বলা যায় উপভোগ্যই হবে নতুন এই গানটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh