জাতীয় দল থেকে অবসর নিলেন বেনজেমা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৩:২৯ এএম


করিম বেনজেমা। ছবি- সংগৃহীত

করিম বেনজেমা। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। বিশ্বকাপের ফাইনালে তার দল আর্জেন্টিনার কাছে হারার ২৪ ঘণ্টা না পেরোতেই এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। যদিও চোটের কারণে বিশ্বকাপে খেলা হয়নি এবারের ব্যালন ডি অর জয়ী এ রিয়াল মাদ্রিদ তারকার।

অবশেষে দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েই ফেললেন তিনি।

একটি ব্ল্যাকমেইলিং কেলেঙ্কারি ইস্যুতে পাঁচ বছর জাতীয় দলে নিষিদ্ধ ছিলেন বেনজেমা।

এর বাইরে ফ্রান্সের হয়ে তিনি খেলেছেন ৯৭ ম্যাচ। ৩৭ গোল করে হয়েছেন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ স্কোরারদের তালিকায় পঞ্চম।

বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেনজেমা লিখেছেন, আজকের এই অবস্থানে আসার পথে আমি চেষ্টা করেছি এবং তাতে ভুলও হয়েছে। সবকিছুর জন্য আমি গর্বিত।

তিনি আরও লিখেছেন, আমি আমার গল্পটা লিখেছি এবং (ফ্রান্সের হয়ে) এখানেই এর ইতি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh