গ্লোবাল ইসলামী ব্যাংক ও ওজোপাডিকোর মধ্যে চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৬:৩১ পিএম

গ্লোবাল ইসলামী ব্যাংক ও ওজোপাডিকোর মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীত

গ্লোবাল ইসলামী ব্যাংক ও ওজোপাডিকোর মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি: সংগৃহীত

গ্লোবাল ইসলামী ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

আজ বুধবার (২১ ডিসেম্বর) গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ ও ওজোপাডিকোর উপ-মহাব্যবস্থাপক (এইচআর এন্ড এডমিন) মো. আলমগীর কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এসময় উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। 

এই চুক্তির আওতায় ওজোপাডিকোর গ্রাহকরা গ্লোবাল ইসলামী ব্যাংকের সব শাখায় বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ/টেকেন কালেকশন করতে পারবেন।

এসময় ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, এফসিএমএ ও নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. মোস্তাফিজুর রহমান ও গ্লোবাল

ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, খুলনা শাখা ব্যবস্থাপক আশরাফ আলী মুনির এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh