নোয়াখালীতে বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ১০:২৫ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২, ১০:২৬ এএম

সুধারাম থানা। ছবি: ফাইল

সুধারাম থানা। ছবি: ফাইল

নোয়াখালী পৌর এলাকা থেকে বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিকদলের সভাপতি দেলোয়ারের বাসা থেকে ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। 

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু জানান, আগামীকাল শনিবার (২৪ ডিসেম্বর) দেশব্যাপী গণমিছিলে ডাক দিয়েছে বিএনপি। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেই সভা থেকে বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপির গণমিছিলকে কেন্দ্র করেই এমন গ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেছেন এই ছাত্রদল নেতা। 

সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষযটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh