ঋণের টাকায় কি হজ্ব করা যাবে?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ১১:১৫ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২, ১১:১৭ এএম

হজ্ব। ছবি: সংগৃহীত

হজ্ব। ছবি: সংগৃহীত

হজ্ব ফরজ ইবাদত। তবে যারা হজ করার সামর্থ্য রাখে কেবল তাদের ওপরই হজ ফরজ। 

হজ্ব সম্পর্কে অনেকের ধারণা সুস্পষ্ট নয়। হজ্ব সবার ওপর ফরজও নয়। আল্লাহ তাআলা বলেন-

وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً

‘মানুষের মধ্যে যারা সেখানে (কাবা শরিফ) পৌঁছার সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ্ব করা ফরজ।’ (সুরা আল-ইমরান : আয়াত ৯৭)

হ্যাঁ, ঋণ করে হজ্ব করা যাবে। যদি এ ঋণ পরিশোধ করার সহজ উপায় থাকে। কিংবা যার কাছ থেকে ঋণ নেওয়া হবে, তার থেকে ঋণ পরিশোধের জন্য তাগাদা না থাকে। অন্যথা ঋণ করে হজ্ব না করাই ভালো। কারণ সম্ভবত ঋণ করার পর তা পরিশোধ করার সামর্থ্য নাও হতে পারে। আবার রোগাক্রান্ত বা মৃত্যু হলে এ ঋণ পরিশোধ নাও হতে পারে। অতএব হজ্ব করার জন্য পূর্ণ সামর্থ্যবান হওয়া পর্যন্ত অপেক্ষা করাই উত্তম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh