স্টেডিয়ামে পোশাক খোলায় যে শাস্তি হয়েছিলো আর্জেন্টিনার দুই তরুণীর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮ পিএম

স্টেডিয়ামে আর্জেন্টিনার নারী সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

স্টেডিয়ামে আর্জেন্টিনার নারী সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

কাতারের বিভিন্ন কঠোর আইন সম্পর্কে আগেই সচেতন করে দেওয়া হয়েছিলো বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের। বিশেষ করে পোশাক পরিধানের ক্ষেত্রে খুব কঠোর নিয়ম রয়েছিলো কাতার। আইন না মানা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দোহার পুলিশ। অথচ জামা খুলেও ছাড় পেয়ে গেলেন আর্জেন্টিনার দুই তরুণী।

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে লুসাইল স্টেডিয়ামে টি-শার্ট খুলে ফেলেছিলেন আর্জেন্টিনার দুই তরুণী। কাতারের আইন অনুযায়ী নারীরা খোলামেলা এবং শরীর চাপা পোশাক পরতে পারেন না। আইনি ঝুঁকির কথা জেনেও শরীরের উপরের অংশ অনাবৃত করেছিলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাদের উচ্ছ্বাসের ছবি। পরেও নিজেদের একাধিক খোলামেলা ছবি সমাজমাধ্যমে দিয়েছিলেন তারা। 

অনেকেই মনে করেছিলেন, আর্জেন্টিনার এই দুই তরুণী সমস্যায় পড়বেন। কাতারের কড়া আইনের জাল ছিঁড়ে তাদের দেশে ফেরা সহজ হবে না। অথচ তারা নির্বিঘ্নেই আর্জেন্টিনা ফিরে গিয়েছেন। দেশে ফেরার সময় বিমানের মধ্যে নিজেদের ছবিও দিয়েছেন তারা। সেই সাথে লিখেছেন, কাতার সফর তারা দারুণ উপভোগ করেছেন।

বিষয়টি কোনোভাবে কাতার প্রশাসনের নজর এড়িয়ে গিয়েছে অথবা বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় কাতার প্রশাসন আর বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি। বিশ্বকাপে বিয়ার পেয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তাদের একজন নোয়ি। টি-শার্ট খুলে সমালোচনার মুখে পড়লেও, অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছিলেন। সাহসের সাথে স্বপ্নের মুহূর্ত উদ্‌যাপন করার জন্য প্রশংসা করেছিলেন।

দেশে ফেরার আগে আর্জেন্টিনার জাতীয় পতাকা হাতে নিয়ে একটি ছবি সমাজমাধ্যমে দিয়েছেন নোয়ি। তিনি লিখেছেন, ‘এই পতাকাটি আপনাদের সবাইকে উৎসর্গ করছি। আমার পরিবার, বন্ধু, দেশের দক্ষিণাঞ্চলের সব মানুষকে উৎসর্গ করছি। শুভকামনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জানি তারা হৃদয় দিয়ে আমাকে সমর্থন করেছেন। এটাই আমার জীবনের সেরা সফর।’ আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের বেশকিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন তিনি।

একটি পোস্টে নোয়ি লিখেছেন, ‘আমি গর্বিত যে বিয়ারের শহর বলে পরিচিত একটি শহরে জন্মগ্রহণ করেছি।’ বিশ্বজয়ের বিতর্কিত উদ্‌যাপন নিয়ে তার বক্তব্য, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর যেমন খুশি তেমন ভাবেই উৎসব করা যায়।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh